যিনা !!! রিমাইন্ডারঃ১

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! আল্লাহ আমাদের চোখের near point(চোখ থেকে ২৫ সেমি দূরত্ব) থেকে অসীম দূরত্বের বস্তু দেখার ক্ষমতা দিলেও, সব বস্তু দেখার অনুমতি দেন নি।আল্লাহ আমাদেরকে মাহরম মহিলাদের দেখার অনুমতি দিয়েছেন, নন মাহরম মহিলাদের নয় এখন, যদি দেখি?.. এর উত্তর আমাদের নবি দিয়েছেন, ''চোখের যিনা হলো চোখ দিয়ে দেখা (নন মাহরমকে).''~সহিহ বুখারিঃ৬২৪৩ তার মানে আমার অজান্তেই আমি যিনার মত পাপের ভাগিদার হয়ে যেতে পারি.. যদি ভুলে চোখ পরে যায় ?.. এর উত্তরও আমাদের নবি দিয়েছেন,''যখনই কোনো পরনারীর দিকে চোখ পরে যাবে,সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে। ২য় বার চোখ তুলে তাকানো যাবে না''~সহিহ মুসলিমঃ২১৫৯ কাজেকর্মে ,পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ননমাহরম মহিলাদের সাথে কথা বলার সময় আমরা আমাদের চোখকে নিচু করে রাখলে আমরা হয়তো এই গুনাহ থেকে রেহাই পেতে পারি.. আসলে আজকালকার artificial যুগে সব মিডিয়াতে মহিলাদের এমন ভাবে দেখানো হচ্ছে যে আমাদের চোখের হেফাজত করা ক্রমশ কঠিন হয়ে উঠছে.. তবে আমরা চেষ্টাটুকু হলেও করতে পারি,তাই না। ইন দ্যা ডে অফ জাজমেন্ট (বিচার দিবসের দিন) ,আমরা আল্লাহকেে এটা হলেও আন্সার দিতে পারবো যে আল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি নিজের চোখকে হেফাজত করতে;


তুমি আমায় ক্ষমা করে দাও...

Comments