অসুস্থ ব্যাক্তির জন্য দোয়া...

 


সুস্থতা যেমন আল্লাহর নিয়ামত,তেমনি অসুস্থতাও আল্লাহর নিয়ামত।তবে আমাদের উপর আল্লাহর অসীম অনুগ্রহ যে জীবনের অধিকাংশ সময় আল্লাহতায়ালা আমাদের সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ রাখেন,আলহামদুলিল্লাহ! মাঝে মধ্যে কণিক্ষের জন্য আল্লাহ আমাদের জীবন পরিক্ষার প্রশ্ন কঠিন করে দেন অসুস্থতার নিয়ামত দিয়ে,নেন ধৈর্যের পরিক্ষা। আলহামদুলিল্লাহ ,আল্লাহ আমাদের অনেককে এই পরিক্ষায় বিজয় দান করেন এবং পরক্ষণে সুস্থতার নিয়ামত দান করেন।তাই নিজের সুস্থতার জন্য যেমন শুকুরিয়া আদায় করা উচিত,তেমনি অন্যের (অসুস্থ ব্যক্তি) সুস্থতার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করা আমাদের কর্তব্য । এজন্য আমাদের prophet কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন,যেগুলো ব্যবহার করে আমরা আল্লহর কাছে অন্যের জন্য দোয়া করতে পারি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে-


أَسْأَلُ اللهَ العَظيمَ، رَبَّ العَرْشِ العَظِيمِ، أَنْ يَشْفِيَكَ
উচ্চারণ : আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক’ (আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি)
আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ (মুসনাদে আহমাদ,তিরমজি, আবু দাউদ)
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন-
اَذْهَبِ الْبَأْسَ رَبَّ النَّاسِ - وَاشْفِ اَنْتَ الشَّافِي - لَا شِفَاءَ اِلَّا شِفَائُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقْمًا
উচ্চারণ : আজহাবিল বা’সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-, লা শিফাআ’ ইল্লা- শিফা-উকা শিফা-আ’ লা ইউগাদিরু সুক্বমা।
অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ।’ (বুখারি, মিশকাত)

পরিশেষে, আমদের নিজের জন্য যেমন দোয়া করা উচিত তেমনি কোনো অসুস্থ ব্যক্তির জন্য প্রত্যেকের দোয়া করা উচিত।আর এ ক্ষেত্রে রাসুল স. এর সুন্নাহ মোতাবেক কারো জন্য আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহর কাছে অধিকতর পছন্দনীয় হবে , ইনশাল্লাহ! 
আল্লাহ তাআলা আমাদেরকে উপরোক্ত হাদিসগুলোর ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন!

Comments