মৃত্যু!!!


মৃত্যু!! পৃথিবীর সবচেয়ে কঠিন বাস্তবতা,যা মেনে নিতে খুব কষ্ট লাগে...

গতকাল যে মানুষকে বলেছিলাম 'আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ', আল্লাহ আল্লাহ আপনার উপর শান্তি ও রহমত বর্ষণ করুক, আজ তাকে আর সামনে কিছু বলতে পারবোনা। নিজের সাকসেসের খবরটা তাঁকে আর জানতে পারবো না।মৃত্যুই আমাদের স্মরণ করে দেয় এই পৃথিবীটা মরিচীকা ছাড়া আর কিছুই নয়।আজকে আছি তো কালকে নেই। আসল সত্যটা হলো এই পৃথিবীর পাঠ চুকিয়ে আমাকে একদিন চলে যেতে হবে জীবন নদীর ঐ পারে(কবরে!)। 
তবে চলে যাওয়ার আগে সময় থাকতে দেখে নিতে হবে আমি সেখানে থাকার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা।পার্থিব যে কাজের জন্য আামি নামাজ ক্বাযা করেছি সে কাজ কাল কিয়ামতের মাঠে আমাকে বাঁচাতে পারবে কিনা।রাতভর যে মহিলার সাথে চ্যাটিং করে হারাম রিলেশনশিপে যুক্ত হয়েছি তা আমার জন্য হারাম নাকি হালাল।আর যে হারামকে(নিষিদ্ধ) হালাল(জায়েজ) মনে করে সে নিশ্চই কাফের হয়ে যাবে।তাই দিনশেষে আমি কি কাফের যাচ্চি? এমন প্রশ্ন আমাদের সকলেরই থাকা উচিত। আল্লাহ না করুক কাল যদি আমি এক্সিডেন্টে মারা যাই তাহলে আমাকে কিন্তু এই কাফের অবস্থাতেই মারা যেতে হবে!!! তাই আসুন আমরা সবাই নিজ কৃত কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি।আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করুক।আমিন!

Comments