আত্ন-উপলব্ধি...




মরিচিকাময় এই দুনিয়ায় প্রতিনিয়ত পাপের সাগরে অবগাহন করে যাচ্ছি আমরা।দিনশেষে গুটিকতক পাপের হিসাব হয়তো আমরা করতে পারছি, বাকি পাপের আসীমতক সমষ্টি হয়তো আজও নির্ণয় করতে পারি নি। জানিও না, আমাদের আখিরাতের মিজানের পাল্লাটি হয়তো আজও পাপের দিকে জুলে আছে,,,আমলনামার খাতায় হয়তো আজও নেকির পৃষ্ঠাটি অপর পৃষ্ঠা উল্টাতে পারেনি,,অথচ গুনাহের পৃষ্টাগুলো হয়তো সহসা অপর পৃষ্ঠা উল্টাচ্ছে....
এই অবস্থায় আল্লাহর অনুগ্রহ ব্যতিত গুনাহের হালখাতাটি মুছা অসম্ভব!!!
আসুন দুই হাত তুলে বলি,
''হে আমার রব! আমাকে মাফ করে দিন ও আমার ওপর আপনার
রহমত বর্ষণ করুন.....

Comments